বিচার ও সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে।

ভারতের সঙ্গে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে বসবাস করতে চান উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে। আমাদের ভালো কেড়ে নিলে ভারতকে চিন্তা করতে হবে—তারা ভালো থাকবে কিনা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো কিছু কু-রাজনীতিক চাঁদাবাজি-দখলবাজি করছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা ও কাজের ব্যবস্থা করবে বলেও বক্তব্যে উল্লেখ করেন ড. শফিকুর রহমান।

জনসভায় যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলাগুলো থেকে দলের কর্মী-সমর্থকরা সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে এসে উপস্থিত হন। এ জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করে। কালেক্টরেট মাঠ ছাড়াও শহরের অপর একটি মাঠে নারীদের জন্য বড় পর্দার প্রজেক্টরের ব্যবস্থা করা হয়।

জেলা জামায়াতে ইসলামির আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।