রাউজানে প্রবাসীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে মানিক আব্দুল্লাহ (৩৬) নামে এক প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) উল্লাহপাড়া গ্রামের বাসিন্দা।
রাতে উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় একজনের সঙ্গে ভাত খাওয়ার সময় ১২-১৫ জন দুর্বৃত্ত তঁকে গুলি করে। শরীরের তিনটি স্থানে গুলি লাগে তাঁর। হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশা ও মোটরসাইকেলে চলে যায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জানা গেছে, গত বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি দেশে আসেন। এলাকার বিভিন্ন স্থানে তিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছবিসহ তোরণ নির্মাণ এবং ব্যানার টাঙিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘হত্যাকারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছি। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরও খোঁজ নেওয়া হচ্ছে।