টিসিবিতে টেন্ডার জমা দিতে ছাত্রদলনেতাদের বাধা, দরপত্র স্থগিতের আহ্বান

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ‘লেবার হ্যান্ডলিং পরিবহণ ঠিকাদারি’র টেন্ডার জমা দিতে সাধারণ ব্যবসায়ীদের কয়েকজন ছাত্রদলনেতা বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের ব্যবসায়ীদের সুযোগ পাইয়ে দিতেই এই বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা।
আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টেন্ডার বাক্সে ‘লেবার হ্যান্ডলিং পরিবহণ ঠিকাদারি’র টেন্ডার জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। এ সময় কয়েকজন ব্যবসায়ী নিজেদের টেন্ডার জমা দিতে গেলে তেজগাঁও ছাত্রদলের সাবেক নেতা শাখাওয়াত হোসেন ও মাহবুব রহমানসহ বেশ কয়েকজন টেন্ডারগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন তারা।
আজ বিকেলে এনটিভি কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দেন একজন ঠিকাদার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী বলেন, আমরা দীর্ঘদিন ধরে অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে আসছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমরা টেন্ডার জমা দিতে পারতাম না। এখনও পারছি না বিএনপি ও ছাত্রদলের কিছু পথভ্রষ্ট নেতার কারণে।

ওই ব্যবসায়ী অভিযোগপত্রে লিখেন, গত ১৯ মার্চ টিসিবি জাতীয় দৈনিক পত্রিকায় ‘লেবার হ্যান্ডলিং পরিবহণ ঠিকাদারি’র জন্য দরপত্র আহ্বান করা হয়। আমরা সেই মোতাবেক আজ উক্ত সরকারি দপ্তরে টেন্ডার শিডিউল জমা প্রদান করতে গেলে তেজগাঁও থানা বিএনপির কিছু পথভ্রষ্ট কর্মী আওয়ামী লীগের ব্যবসায়ীদের সহযোগিতা করার লক্ষ্যে সাধারণ ঠিকাদার ব্যবসায়ীদেরকে জোরপূর্বক মারধর করে এবং টেন্ডার শিডিউল ফরম ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগে বলা হয়, এই সংক্রান্ত ভিডিও ফুটেজ টিসিবির কাছে আছে এবং আইনশৃক্ষলা বাহিনী সদস্যরাও প্রত্যক্ষ সাক্ষী ছিল। এই ঘটনার প্রধান ইন্ধনদাতা সাবেক ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা মাহবুব রহমান রাজনের নেতৃত্বে আরও পথভ্রষ্ট ১৫-২০ জন নেতাকর্মী উপস্থিত ছিল।
অভিযোগকারী আরও বলেন, আমরা ইতোমধ্যে টিসিবিতে অভিযোগপত্র জমা দিয়েছি। তবে তারা সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। আমরা এই দরপত্র অনতিবিলম্বে বাতিল করে নতুন করে আবারও দরপত্র আহ্বানের দাবি জানিয়েছি।