স্কুলে শিক্ষার্থীদের চারটি ভাষায় দক্ষ করা হবে : তারেক রহমান
স্কুলেই শিক্ষার্থীদের বাংলাসহ চারটি ভাষায় দক্ষ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তারেক রহমান এ কথা জানান।
তারেক রহমান বলেন, বাংলার পাশাপাশি ইংরেজি যে সিলেবাসটি আছে সেটার ওপর জোর দেওয়া হবে। সেকেন্ড ও থার্ড আরেকটি ভাষা আনতে চাই। যেমন—চায়নিজ, মান্দারিন, জার্মান, ইতালীয়, ফ্রেঞ্চ ও অ্যারাবিক। ছয়-সাতটা ভাষা থাকবে।
তারেক রহমান আরও বলেন, ‘একজন শিক্ষার্থী প্রাইমারিতে প্রথম দুই-তিন বছর জার্মান শিখল। সেটার কোর্স সম্পন্ন হলে, সেকেন্ডারিতে আরেকটা ভাষার ওপর দক্ষ হয়ে উঠল। বড় হতে হতে মিনিমাম চারটি ভাষা শিখল। নিজের ভাষার পাশাপাশি আরও তিনটি ভাষার ওপর দখল থাকলে, আমরা বিশ্বাস করি, পৃথিবীর যেখানেই যাবে মোটামুটি কিছু একটা করে নিতে পারবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘স্কুল, কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয়দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল। আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।’