গোপালগঞ্জে ১১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা, নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও গাঁজা পরিমাপের ডিজিটাল নিক্তিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সদর উপজেলার বড় গোপীনাথপুর গ্রামে ও নখড়ির চরে পৃথক অভিযান চালিয়ে মালামালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোনিয়া বেগম (৩৬) বড় গোপীনাথপুর গ্রামের কামরুল শরীফের স্ত্রী এবং মো. ওবায়দুল (৩৩) নখড়ির চর গ্রামের মৃত হালিম শেখের ছেলে।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম দুপুরে সদর উপজেলার বড় গোপীনাথপুর গ্রামে মাদক ব্যবসায়ী দম্পতি কামরুল শরীফ ও সোনিয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমের উপস্থিতি টের পেয়ে কামরুল শরীফ পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তার স্ত্রী মাদক ব্যবসায়ী সোনিয়া বেগমকে ১০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কামরুল শরীফের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
অপরদিকে সকালে একই উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নখড়িরচর গ্রামে অভিযান চালিয়ে ওবায়দুলকে এক কেজি গাঁজা, ১ লাখ ৫ হাজার টাকা ও গাঁজা পরিমাপের একটি ডিজিটাল নিক্তিসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।