শেরপুর সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ করা হয়। ছবি : এনটিভি
শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এ অভিযান চালানো হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, বৃহস্পতিবার ভোরে শেরপুর জেলায় অবস্থিত তাওয়াকুচা বিওপির ছোট গজনি ও কুচপাড়া এলাকায় ভারতীয় গরু ও মদ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ৪৯৭ বোতল মদ এবং দুটি গরু জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।