নওগাঁয় ট্রাক্টরের চাপায় দুই বন্ধুর মৃত্যু

নওগাঁর পোরশায় নাজমুল হক সুমন (২১) ও আজিম উদ্দিন (২৩) নামের দুই বন্ধুর জীবন কেড়ে নিয়েছে বেপরোয়া মাটিবাহী ট্রাক্টর। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবর রহমানের ছেলে এবং আজিম উদ্দিন একই এলাকার মোতাহারের ছেলে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে পোরশা উপজেলার সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় পৌঁছালে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে মূল সড়কের ওপর উঠে। এতে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন নাজমুল হক সুমন। আহত অবস্থায় আজিম উদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে তিনিও মারা যান।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নওগাঁর পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাজমুল হক সুমন ও আজিম উদ্দীনের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ বিষয়ে পোরশা থানায় একটি মামলা করা হয়েছে।