ধামরাইয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

ধামরাইয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দাবিতে গত বুধবার থেকেই রেডিয়েন্স নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এর জের ধরে শ্রমিকরা আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
জনদুর্ভোগ কমাতে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তারা মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অনড় থাকেন। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে উভয়পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, গতকাল থেকেই ওই পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। আজ কারখানার ভেতরে শ্রমিকরা মারামারি করেছে এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা জলকামান ও টিয়ারসেল ব্যবহার করে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন বলে তিনি জানান।