রাজধানীতে ৯৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯৪৭ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, গত বুধবার (২৩ এপ্রিল) মধ্যরাতে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নূর আলম (৪৪) ও মো. মোজাম্মেল হক (৩৮)।
তালেবুর রহমান জানান, বুধবার রাতে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম গোপন সংবাদে জানতে পারে মাদক কারবারি যাত্রাবাড়ী থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। ওই সময় মাদক কারবারি নূর আলম ও মোজাম্মেলকে ৯৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য বিশেষ করে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।