একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত মা ও ছেলের মরদেহ উদ্ধার করছে পুলিশ। গতকাল শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার ৫ নম্বর পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের সৌদি প্রবাসী আ. মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও ছেলে আব্দুল্লাহ (৩)।
স্থানীয়রা জানান, রাবেয়া বেগমের স্বামী সৌদি আরবে থাকেন। বাড়িতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল।
নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, ‘আমার মেয়ের পা দুটো মাটিতে লেগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে, মা-ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।’
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সকালে স্থানীয়রা মা ও ছেলেকে বসত ঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মাহফুজুর রহমান বলেন, এটা হত্যা, না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তার আগে কিছু বলা যাচ্ছে না।