কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন।
এ সময় কোটালীপাড়া পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দাড়িয়া, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির উপ-পরিচালক মো. মোর্শেদ হাসান মোস্তফা, মেডিকেল অফিসার ডা. ফজিলাতুন্নেছা ইমু, তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক অধিকারী বক্তব্য দেন।

কৃষিবিদ তোজাম্মেল হক বলেন, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক কর্মসম্মাদন চুক্তি এপিএ ২০২৪-২৫ অর্থবছরের আওতায় আমরা চারটি ফ্রি মেডিকেল ক্যাম্প করার প্রকল্প হাতে নিয়েছি। ইতোমধ্যে আমাদের একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ দ্বিতীয় ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পে সকাল ১০টা থেকে দিনব্যাপী এলাকার দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা ও শতাধিক শিক্ষার্থীকে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।