ডিএনসিসিতে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

দুদকের লোগো
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয়ে ইজারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে ডিএনসিসি কার্যালয়ে এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গণসংযোগ বিভাগের পরিচালক আকতারুল ইসলাম।
এ ছাড়া একই দিনে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের উপপরিচালকের কার্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের বদলি, অনাপত্তিপত্র, এমপিওভুক্তি ও ছুটিসহ বিভিন্ন বিষয়ে হয়রানি ও ঘুষের অভিযোগে অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে, দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসাসেবা নিয়ে হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযান চালাচ্ছে।