এনটিভির প্রতিবেদনের পর গাবতলী হাটের অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে দুদক

গাবতলীর পশুর হাটে ইজারা না দিয়ে সরকারের রাজস্ব ক্ষতিসাধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, গাবতলীর পশুরহাট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রক্রিয়াগত ভুল দেখিয়ে ইজারা বাতিল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। নিজেরা হাটের খাজনা আদায়সহ সব দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রচারিত হয় এনটিভিতে। যেখানে দেখা যায়, নিয়ম না মেনেই খাজনা আদায় করছে বহিরাগতরা। অভিযোগ আছে, এক শ্রেণির কর্মকর্তাদের অবৈধ সুবিধা দিতে ২২ কোটি ২৫ লাখ টাকায় কাজ পাওয়া ইজারাদার আরাত মটরের টেন্ডার বাতিল করা হয়েছে। অথচ নিজেদের পরিচালনা করার কথা থাকলেও তৃতীয় দরদাতা এক ইজারাদার দিয়ে হাট পরিচালনা করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন সরকার ৩০-৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এনটিভির এমন সংবাদ প্রকাশের পর দুদক নগর ভবনে অভিযান চালায়।