বিএনপি কার্যালয়ে আগুন দিল পদবঞ্চিত নেতাকর্মীরা

কুমিল্লা নগরের কান্দিরপাড়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। আজ শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে, নগরের ঈশ্বর পাঠশালা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা নবগঠিত জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যান করে মিছিলটি কান্দিরপাড় হয়ে লিবার্টি মোড় ঘুরে পার্টি অফিসের সামনে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বিক্ষুব্ধ নেতাকর্মী পার্টি অফিসের তালা খুলে ভেতরে ভাঙচুর করেন এবং পরে আগুন ধরিয়ে দেন। তবে পাশে থাকা ফুচকা ও চটপটি বিক্রেতারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন দিতে আসা ছাত্রদলের কয়েকজন ওই সময় বলে ওঠেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময় তারা নানা নির্যাতনের শিকার হয়েছেন। এখন স্বৈরাচার চলে গেলেও তাদের ত্যাগের মূল্যায়ন করা হয়নি।
এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, কার্যালয়টি পরিত্যক্ত ছিল এবং সংস্কারের পরিকল্পনা ছিল। আগুন কে দিয়েছে সে বিষয়ে তিনি অবগত নন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত ১৫ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদল নেতা কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি এবং ছাত্রদল নেতা নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের ১৩ সদস্যের আংশিক কমিটি দেয়া হয়। এ নিয়ে গত কয়েকদিন নগরজুড়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।