বালি বোঝাই ট্রাক কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

কুষ্টিয়ার মিরপুরে বালি বোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন যোগীপুল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কুষ্টিয়ার সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার বাবলুর ছেলে আহসান হাবিব তুষার (৩৫) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৬)। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে বালি বোঝাই একটি ড্রাম ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
নিহত তুষারের ভগ্নিপতি তৌহিদ জানান, বিকেলে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর প্রথমে রাব্বির মৃত্যু হয়। এর আধাঘণ্টা পর তুষারের মৃত্যু হয়। নিহত দুইজন একে অপরের বন্ধু ছিলেন।
মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আজম বলেন, বিকেলে বালি বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, বালি বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত চারজনের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে।