বেনাপোলে ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ছবি : এনটিভি
বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সোমবার (২৬ মে) রাতে বেনাপোল বিওপি, বর্ণি ক্যাম্প, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, জিরা, কিশমিশ, ফুসকা, ওষুধ, ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদ, বিভিন্ন প্রকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ পণ্যের মূল্য প্রায় ১২ লাখ ১৮ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে হস্তান্তর করা হবে।