জাঁকজমকপূর্ণ আয়োজনে জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ উদযাপন
শতবর্ষ পূর্ণ করল নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠার একশ বছর পূর্তিতে সম্প্রতি আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রাক্তন ছাত্র, স্থানীয় জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন এই মিলনমেলায়।
জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ এলাকায় একশ বছর আগে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। সেই থেকে জাতির মেরুদণ্ড সমুন্নত করতে শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছে মানুষ গড়ার প্রতিষ্ঠান জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসা।
শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। তিনি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার, সোনাইমুড়ী পৌর সভার সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অডিও বার্তায় শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে তুলে ধরা হয় মাদ্রাসাটির শতবর্ষের ইতিহাস, অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা। একশ বছরের এই যাত্রাকে কেন্দ্র করে তৈরি হয় নতুন স্বপ্ন।
শতক পেরিয়ে জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসা আজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি ইতিহাস, একটি অনুভব।