নতুন বাংলাদেশে চাঁদাবাজি-লুটপাট চলবে না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার পরিবর্তনের জন্য একদলকে সরিয়ে আর একদলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি, গণঅভ্যুত্থান করেনি। এই নতুন বাংলাদেশে চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দেব না।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধার ডাক বাংলা মোড় থেকে পথযাত্রা শুরু করে পৌর শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, এই দেশ গড়ার যে ডাক দিয়েছি, সেই দেশ গড়ে ঘরে ফিরব। জুলাই গণঅভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, হামলা করেছিল সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এখনও বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, ভারতে বসে ষড়যন্ত্র করছে।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উত্তরের জেলা গাইবান্ধায় পথসভার মধ্যদিয়ে শুরু করেছে কেন্দ্রীয় নেতারা।
পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চল মুখপাত্র সারজিস, নাজমুল হাসান সোহাগ, ফিহাদুর রহমান দিবসসহ অন্যান্যরা।
এর আগে দুপুরে কেন্দ্রীয় নেতারা ফিতা কেটে এনসিপির সাদুল্লাপুর উপজেলা কার্যালয় উদ্বোধন করেন।