প্রতিমন্ত্রী চুমকির দাদির ইন্তেকাল
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির দাদি হাজি সোনাভান বিবি আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার শমরিতা হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
সোনাভান বিবি গাজীপুরের সাবেক আওয়ামী লীগ ও শ্রমিক নেতা শহীদ ময়েজ উদ্দিন এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ এস এম নজরুল ইসলামের মা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সোনাভান বিবি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার জানাজা শেষে বাদ জুমা কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।