ফেনীতে সাংবাদিক সাহাবুদ্দিনের ইন্তেকাল
ফেনী রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক মুহুরী পত্রিকার নির্বাহী সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার আর নেই। গত মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
সাহাবুদ্দিন মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহরের নামাজের পর শহরের পশ্চিম উকিলপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
সাহাবুদ্দিন মজুমদার শহীদ মুক্তিযোদ্ধা সামছুল হক ব্যাটালিয়নের একমাত্র ছেলে। সাহাবুদ্দিনের অকালমৃত্যুতে ফেনী রিপোর্টার্স ইউনিটি বুধবার সকালে এক জরুরি সভায় চার দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বৃহস্পতিবার শহরের একটি মাদ্রাসায় কোরআনখানি, শুক্রবার জুমার পর শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত এবং শনিবার বিকেলে ইউনিটি ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।