বাজেটে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে : এফবিসিসিআই সভাপতি
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, আগামী বাজেটে কোভিডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য প্রণোদনা প্যাকেজ রাখতে হবে। তাদের জন্য বাজেটে কিছু ইনসেনটিভ থাকতে হবে, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন। কারণ করোনায় আমাদের অনেক ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আজ শনিবার বেলা ৩টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মো. জসিম উদ্দিন।
এর আগে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন টুঙ্গিপাড়ায় পৌঁছে সংগঠনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তারা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় গোপালগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।