সরকারের উন্নয়ন এগিয়ে নিতে রাজস্ব দিতে হবে : এনবিআরের চেয়ারম্যান
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনেম বলেছেন, দেশ উন্নয়নে অর্থ আসে রাজস্ব খাতে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ব্যক্তিস্বার্থ ভুলে সরকারকে রাজস্ব প্রদানে সহায়ক ভূমিকা পালন করতে হবে। রাজস্ব দিতে ব্যবসায়ীদের সব সময় ইতিবাচক ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে দেশকে ভালোবাসতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।
আজ শুক্রবার বিকেলে যশোরের বেনাপোল কাস্টমস অডিটরিয়ামে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট প্রশাসন) সাইফুল ইসলাম ও সদস্য (ভ্যাট নিরীক্ষা) আব্দুল মান্নান শিকদার।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সভাপতিত্বে কাস্টমস ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান, বন্দরের পরিচালক মামুন তরফদার, বিজিবির মেজর নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান জুয়েল, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা ও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন।