রসে ভরা মঙ্গলবাড়িয়ার লিচু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/27/photo-1432727556.jpg)
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি বাড়ছে। এবারও সেখানে লিচুর ভালো ফলন হয়েছে। ব্যবসা ভালো হওয়ায় পাইকাররা ছুটছেন মঙ্গলবাড়িয়ায়। দাম ভালো পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে।
লিচুর জন্যই পরিচিত পেয়েছে মঙ্গলবাড়িয়া। লিচু কিনতে বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসেন এখানে। লিচু ভাগ্যও ফিরিয়েছে গ্রামবাসী অনেকের। অনেক কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। এ গ্রামে হাজার খানেক লিচুগাছ রয়েছে।
urgentPhoto
লিচুবাগানে গেলে দেখা যায়, গাছের থোকায় থোকায় ঝুলে আছে গাঢ় লাল রঙের রসালো লিচু। আকারেও বেশ বড়। আগেরবারের চেয়ে এবার বেশি ফলন হয়েছে বলে জানান চাষিরা।
আর লিচুতে ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ না করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কীটনাশক না দেওয়ায় এখানকার লিচুর সুনাম ছড়িয়েছে।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘লিচুতে ক্ষতিকারক কীটনাশক না দেওয়ার জন্য ৬০ জন চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লিচুগাছ ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিতভাবে পরামর্শ দিয়েছেন। আশার কথা হচ্ছে, মঙ্গলবাড়িয়া গ্রামে চাষকৃত লিচুতে কীটনাশক ব্যবহার করা হয়নি।’
সরকারি ও বেসরকারি পর্যয়ের সহায়তা পাওয়া গেলে মঙ্গলবাড়িয়ায় লিচু চাষ আরো বিস্তৃতি পাবে বলে মনে করেন কৃষিবিদরা।