৪৫৪ কোটি টাকার পাটপণ্য রপ্তানির চুক্তি
অস্ট্রেলিয়ার বেসরকারি প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার অস্ট্রেলিয়া প্রাইভেট লিমিটেডের (জিএফএপিএল) সঙ্গে পাটজাত পণ্য রপ্তানির উদ্দেশ্যে ৪৫৪ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ জুট করপোরেশন (বিজেএমসি)।
আজ বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিজেএমসির পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ সালেহ উদ্দিন। জিএফএপিএলের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার সাকিব আহম্মেদ খন্দকার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজেএমসির কর্মকর্তারা।
এ চুক্তির আওতায় আগামী দুই বছরের মধ্যে ডিডব্লিউ (ভিওটি) স্যাকিং, বিনোলা, হেসিয়ান (এমওটি), হেসিয়ান (ভিওটি), জুট মেস, জুট সিবিসি, কাট সাইজ বিনোলা পণ্যগুলো বিভিন্ন পরিমাণে রপ্তানি হবে। এ চুক্তির মেয়াদ শর্ত সাপেক্ষে প্রতি দুই বছর পরপর নবায়ন করা যাবে।
এ ছাড়া চুক্তির আওতায় জিএফএপিএল বিজেএমসিকে স্ট্রাটিজিক বিজনেস পার্টনার হিসেবে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউএসএতে এ সব পাটপণ্যের বাজার অনুসন্ধান, বাজার সম্প্রসারণসহ বাজারজাতকরণে সহায়তা করবে বলে জানানো হয়।