বাজেটে শিক্ষায় করপ্রস্তাব নজিরবিহীন : হানিফ
প্রস্তাবিত বাজেটে শিক্ষায় করারোপের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, এ প্রস্তাব নজিরবিহীন। এটা সরকারের শিক্ষানীতির পরিপন্থী। আজ বুধবার সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।
নিজের চিন্তাভাবনা তুলে ধরে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর শতকরা ১০ ভাগ মূল্য সংযোজন কর (মূসক) নির্ধারণের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা নজিরবিহীন। এটা আমাদের সংবিধানে মৌলিক অধিকার ও সরকারের শিক্ষানীতির পরিপন্থী। এ অবস্থায় অর্থমন্ত্রীকে ছাত্রদের শিক্ষা ব্যয় কমানোর লক্ষ্যে করারোপের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।’
হানিফ বলেন, ‘দেশের রাজনীতির নামে সন্ত্রাস, মানুষ হত্যা, পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা, বাসে পেট্রল দিয়ে আগুন দেওয়া, দেশের সম্পদ ধ্বংস করা, জঙ্গি তৎপরতা কঠোর হস্তে দমন করতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তর থেকে যেকোনো ধরনের দুর্নীতি নির্মূল করতে হবে। যেকোনো মূল্যে অব্যাহত গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে চলমান রাখতে হবে। দেশের অগ্রগতি উন্নয়নের প্রশ্নে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করতে পারি না। এই যুদ্ধে আমরা যদি হেরে যাই, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন হবে।’
বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বোর্ড ঢেলে সাজানোরও পরামর্শ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।