রোজায় দেশি গরুর মাংস ৪৭৫, ভারতীয় ৪৪০ টাকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/23/photo-1495555993.jpg)
রাজধানীতে রমজান মাসে দেশি গরুর মাংস বিক্রি হবে প্রতি কেজি ৪৭৫ টাকায়। খাসির মাংস বিক্রি হবে প্রতি কেজি ৭২৫ টাকায়। ২৬ রমজান পর্যন্ত ওই নির্ধারিত দামে বিক্রি হবে মাংস।
আজ মঙ্গলবার মাংস ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের আলোচনার পর ওই দাম নির্ধারণ করা হয়। নগর ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, প্রতি কেজি দেশি গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭৫ টাকায়, ভারতীয় গরুর মাংস ৪৪০, মহিষের মাংস ৪৪০, খাসির মাংস ৭২৫ টাকা, ভেড়া ও ছাগলের মাংস ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোজার মাসে মানুষের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবারের দাম নির্ধারণ করা হয়েছে জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘২৬ রোজা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এ দামে মাংস বিক্রি করতে হবে।’
সাঈদ খোকন আরো বলেন, ‘সভায় সবার সঙ্গে আলাপ-আলোচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। সবাইকে দাম মেনে চলার নির্দেশ দিচ্ছি। আমাদের একটি মনিটর টিম সব সময় কাজ করবে। কোনো ব্যত্যয় ঘটলে তারা ব্যবস্থা নেবে।’
শুধু কাঁচাবাজারের মাংসের দোকান নয়, ডিপার্টমেন্টাল স্টোরসহ মাংস বিক্রি করে এমন সব দোকানের জন্যই এ দাম প্রযোজ্য হবে বলে জানান মেয়র।
বাংলাদেশ মাংস বিক্রেতা সমিতির সেক্রেটারি রবিউল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, চাঁদাবাজি বন্ধ করার আশ্বাস দিয়েছেন মেয়র সাঈদ খোকন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র খোকন।
রবিউল আরো জানান, এ ছাড়া রাজধানীর গাবতলীতে মাংস ব্যবসায়ী সমিতির কার্যালয়ের তালা খুলে দেওয়ার ব্যবস্থা নিতে মেয়রের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রবিউল আরো জানান, কামরাঙ্গীরচরে একটি স্থায়ী গরুর হাট নির্মাণের কথা জানিয়েছেন মেয়র খোকন।
কেবল রাজধানীর জন্য ওই দাম নির্ধারণ করা হয়েছে। সারা দেশে কেন হলো না এ ব্যাপারে জানতে চাইলে রবিউল বলেন, ‘বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকলে সমগ্র দেশের ক্ষেত্রে কীভাবে কী করা যায় তার একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারত।’