ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের জন্য বে এম্পোরিয়ামের ছাড়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/30/photo-1496151930.jpg)
দেশের অন্যতম জুতা প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান বে এম্পোরিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। চুক্তি অনুযায়ী বে এম্পোরিয়ামের জুতায় বিশেষ ছাড় পাবেন ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকরা।
ব্র্যাক ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
ওই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহক এবং ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা সারা দেশে বে এম্পোরিয়ামের ৫৬টি আউটলেটে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন।
বে এম্পোরিয়াম লিমিটেডের পরিচালক আশিফুর রহমান, ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান নাজমুর রহিম, করপোরেট শাখার প্রধান শেখ মোহাম্মদ আশফাক, এরিয়া হেড ও উত্তরা জসিমউদ্দীন ব্র্যাঞ্চ ম্যানেজার সালাউদ্দিন হাজারী, এরিয়া হেড ও গুলশান ব্র্যাঞ্চ ম্যানেজার আলী তালুকদার, এরিয়া হেড ও ধানমণ্ডি শাখা ম্যানেজার তাহসিন শহীদ, আসাদগেট শাখা ম্যানেজার ইসতিয়াক মাহমুদ, বে গ্রুপের সিএফও শাইখুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।