ফলন ভালো, লাভের আশা মুগডাল চাষিদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/04/photo-1435992867.jpg)
লাভজনক হওয়ায় নাটোরে এবার মুগডালের ব্যাপক আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো। প্রাথমিকভাবে মাঠে মাঠে চলছে ডাল সংগ্রহের কাজ। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন অন্তত ২০ হাজার টন হওয়ার আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা।
মৌসুমের মাঝামাঝি সময়ে ব্যাপক শিলাবৃষ্টি হওয়ায় আবাদ হওয়া মুগডাল নিয়ে কৃষকরা কিছুটা দুশ্চিন্তায় পড়লেও শেষ পর্যন্ত সে ঝুঁকি কাটিয়ে উঠেছেন তাঁরা। ভালো ফলনের আশা করছেন নাটোরের কৃষকরা। মাঠে মাঠে ডাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক ও কৃষি শ্রমিকরা।
এক কৃষক বলেন, বৃষ্টির কারণে গাছ কিছু নষ্ট হলেও ফল ভালো হয়েছে।
স্বল্পকালীন ফসল হিসেবে মুগডাল আবাদ করে কৃষকরা বেশ লাভবান হন। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষি কর্মকর্তারা।
নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলহাজ উদ্দিন আহমেদ বলেন, এ বছর মুগের ফলন ভালো দেখা যাচ্ছে। আবহাওয়াও অনুকূলে আছে। যদি বাজারে দাম ভালো থাকে তাহলে তাঁরা লাভবান হবেন।
কৃষি বিভাগের তথ্য মতে, নাটোর জেলায় এবার ২০ হাজার হেক্টর জমিতে মুগডালের আবাদ হয়েছে। কৃষি কর্মকর্তাদের আশা, শেষ পর্যন্ত প্রাকৃতিক কোনো সমস্যা না হলে এবার অন্তত ২০ হাজার টন মুগডাল উৎপাদিত হবে, যার বাজার দাম হবে প্রায় দেড়শ কোটি টাকা।