ডিএসইতে ৬১ শতাংশ শেয়ারের দাম বেড়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন হওয়া ৬১ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। আর লেনদেন বেড়েছে ১৪ শতাংশ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন ও সূচক বেড়েছে।
ডিএসইতে আজ ৩২১টি কোম্পানির ১২ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৮০৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৮৫ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ২২৫ টাকা, যা আগের দিনের চেয়ে ৬২ কোটি ১০ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৬০টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৩৮.৫৩ পয়েন্ট বেড়ে ৪৫৬৫.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১৭.৬৬ পয়েন্ট বেড়ে ১৭৮২.১৫ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৯.৭৩ পয়েন্ট বেড়ে ১১২০.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে চার কোটি ৫৭ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির। সার্বিক সূচক বেড়েছে ১০২ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, এসিআই লিমিটেড, অলিম্পিক অ্যাকসেসরিজ, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, এসিআই ফরমুলেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস ও খান ব্রাদার্স ।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : এফবিএফআইএফ, ন্যাশনাল ফিডস, মুন্নু সিরামিকস, স্ট্যান্ডার্ড সিরামিকস, খান ব্রাদার্স, জিকিউ বলপেন, আইসিবি, সুহৃদ টেক্সটাইল, প্রিমিয়ার সিমেন্ট ও খুলনা পেপার।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : জুট স্পিনার্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড ১ স্কিম ১, ইসলামী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ঢাকা ডায়িং, হাক্কানী পাল্প, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং।