সোনালী আঁশের দাম বাড়ায় সংবেদনশীল তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশের সাম্প্রতিক সময়ে দাম বাড়ায় সংবেদনশীল কোনো তথ্য নেই। এর দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটিকে নোটিশ দেয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন এ শেয়ারের দাম বেড়েছে। এক মাসে এর সর্বনিম্ন দাম ৯১ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ১১৬ টাকা ৯০ পয়সা। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৩৪ : ৬৫।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ প্রান্তিকে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে সাত লাখ ১০১ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৬ পয়সা। তবে এর আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয় তিন লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ১৩ পয়সা। অন্যদিকে হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) এর মুনাফা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ৬৫ পয়সা। এর আগের হিসাব বছরে নয় মাসে মুনাফা হয়েছিল ১৫ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস ৫৭ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে মুনাফা হয়েছে ১৬ লাখ ২০ হাজার টাকা, ইপিএস ৬০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২২৫ টাকা ৫৮ পয়সা।