তিন কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/09/photo-1436449288.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির উদ্যোক্তা-পরিচালক তাঁদের কাছে থাকা নিজ নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড ও বিডি থাই। ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিগ্যাসি ফুটওয়্যার : শাহনাজ সুলতানা তাঁর কাছে থাকা ১১ লাখ ৯৮ হাজার ২৬২টির মধ্যে পাঁচ হাজার শেয়ার বিক্রি করবেন।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৮ টাকা ও সর্বোচ্চ ২৭ টাকা ৪০ পয়সা।
এনসিসি ব্যাংক : আসলাম-উল-করিম তাঁর কাছে থাকা ১৭ লাখ ৭৯ হাজার ৪১১টির মধ্যে দুই লাখ শেয়ার বিক্রি করবেন।
এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল নয় টাকা ও সর্বোচ্চ ১০ টাকা ১০ পয়সা।
বিডি থাই : জাহিদ মালেক ও রবিন হামিদ তাঁদের কাছে থাকা যথাক্রমে ৬১ লাখ ৩৬ হাজার ৭৬৯টি ও ১৭ লাখ ৪৬ হাজার ৮৯টির মধ্যে ১০ লাখ ৪৬ হাজার ও ৫ লাখ ২৩ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩৫ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৩৯ টাকা ৯০ পয়সা।