কারণ ছাড়াই বেড়েছে খান ব্রাদার্সের দাম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/13/photo-1436774566.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের সাম্প্রতিক সময়ে দাম বাড়ায় সংবেদনশীল কোনো তথ্য নেই। এর দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটিকে নোটিশ দেয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত নয় কার্যদিবসের মধ্যে তিন দিন এ শেয়ারের দাম কমেছে। এ সময়ে শেয়ারটির দাম ২৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৩০ টাকা ৫০ পয়সা পর্যন্ত উঠেছে। শেয়ারটির এই দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
সংবেদনশীল তথ্য না থাকার খবরে আজ ডিএসইতে এর দাম ২ দশমিক ৩৮ শতাংশ বা ৭০ পয়সা কমে দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সা।
সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ২৬ : ৯৮।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে সাত কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৭১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৫ টাকা ৮৫ পয়সা।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬৯ কোটি ৮৫ লাখ টাকা।