শেয়ার বিক্রি করবেন স্টান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/13/photo-1436780911.jpg)
স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক হারুন অর রশিদ এ প্রতিস্ঠানের ১৬ লাখ ৯৬ হাজার শেয়ার বিক্রির ইচ্ছা ব্যক্ত করেছেন। ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বাজার দামে বিক্রি হবে। এ উদ্যোক্তার কাছে কোম্পানিটির দুই কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৫০টি শেয়ার রয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৯ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ৯ টাকা ৮০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৫:০৩।
২০১৪ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ১২১ কোটি ৩৪ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ১৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৩৪ পয়সা।