সবচেয়ে বেশি দাম বেড়েছে অ্যারামিট সিমেন্টের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/13/photo-1436790062.jpg)
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার দাম রবাড়ায় এগিয়ে থাকা কোম্পানির তালিকায় শীর্ষে ছিল অ্যারামিট সিমেন্ট। আজ ৫২৬ বারে এর সাত লাখ ৩৮ হাজার ৪২৯টি শেয়ার লেনদেন হয়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ছয় কার্যদিবসে এ শেয়ারের দাম টানা বেড়েছে। আজ এর দাম বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ বা ৩ টাকা ৪০পয়সা। দিনভর দাম ৩৫ টাকা ৭০ পয়সা থেকে ৩৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩৭ টাকা ৯০ পয়সা, যা সমন্বয় শেষে একই ছিল।
গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ২৪ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ২৪ টাকা ৯০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৭৪:৩১।
কোম্পানিটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদোক্তা-পরিচালক ৪২ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫ দশমিক ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩১ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে।