পাঁচ দিন পর হিলিতে পণ্য আমদানি-রপ্তানি শুরু
ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন বন্ধের পর আজ বুধবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। দুপুর ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি পুরোদমে শুরু হয়।
urgentPhoto
এতে বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের অভ্যন্তরেও চলে পণ্য ওঠা-নামার কাজ। ফলে বন্দর সংশ্লিষ্টদের মধ্যে ফিরে আসে কর্মচাঞ্চল্যতা।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, সকালের পর থেকে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে আসা শুরু হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বন্দরে পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়। এ কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।