সপ্তাহের প্রথম দিবসে সংশোধনে পুঁজিবাজার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/26/photo-1437915373.jpg)
ঈদের আগে ও পরে টানা নয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারের সূচক ও লেনদেনের ইতিবাচক ধারা অব্যাহত থাকলেও আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসেই বাজার দুটি সংশোধনীতে ফিরেছে।
দুই বাজারেই সব ধরনের মূল্যসূচক ও লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির আর কমেছে ১৬৮টির। অপরিবর্তিত ছিলো ৩৭টি কোম্পানির শেয়ারের দর।
ঈদের ছুটির আগে ছয় কার্যদিবস আর পরে তিন কার্যদিবসে মূল্যসূচকের উত্থানে লেনদেন হয়েছিল পুঁজিবাজারে। এই সময়ে ডিএসই প্রধান মূল্যসূচক ৪ হাজার ৫৬৫ পয়েন্ট থেকে বেড়ে ৪ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান নেয়। একই সময়ে লেনদেন ৪৮৫ কোটি টাকা থেকে বেড়ে ৮১৩ কোটি টাকা হয়।
রোববার ডিএসইতে ৭৫৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫৯ কোটি চার লাখ টাকা কম। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৮১৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৬ পয়েন্টে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি, এসিআই লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন, শাশা ডেনিম, রেনেটা লিমিটেড, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড, ফার কেমিক্যাল ও বেক্সিমকো।
দাম বাড়ার শীর্ষে থাকা দশটি প্রতিষ্ঠানগুলো হলো- বিডি ওয়েল্ডিং, বিডি ল্যাম্পস, অলিম্পিক অ্যাকসেসরিজ, প্রাইম ব্যাংক, জাহিন স্পিনিং, এফবিএফআইএফ, সাফকো স্পিনিং, সায়হাম কটন, ফার কেমিক্যাল ও মেঘনা সিমেন্ট।
একই দিনে দাম কমার শীর্ষে দশটি কোম্পানিগুলো হলো- ফারইস্ট লাইফ, বাংলাদেশ সার্ভিস, লিন্ডে বিডি, ইমাম বাটন, শ্যামপুর সুগার, মেঘনা কনডেন্সড মিল্ক, হাইডেলবার্গ সিমেন্ট, বাটা সু, রিপাবলিক ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড ও বিএসআরএম লিমিটেড।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।