দর হারিয়েছে ৫৯ শতাংশ কোম্পানি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/27/photo-1438006199.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) আজ সোমবার ৫৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমে দিনের লেনদেন শেষ হয়েছে। টাকার অঙ্কে আজ লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের লেনদেনের তুলনায় ১০৬ কোটি ৬৫ লাখ টাকা কম। আজ সূচক কমেছে ১১ পয়েন্ট।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির কোম্পানির শেয়ারের দর।
সোমবার ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে চার হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮২ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৯ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৬ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ সিএসইর সার্বিক সূচক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে ১০টি প্রতিষ্ঠান হলো-লাফার্জ সুরমা সিমেন্ট, আরএকে সিরামিক, ডেসকো, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসিআই লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, গ্রামীণফোন, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড এবং খুলনা পাওয়ার কোম্পানি।
দর বৃদ্ধিতে এগিয়ে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো-হাক্কানি পাল্প, রূপালী ব্যাংক লিমিটেড, বিডি ল্যাম্পস, বিএসআরএম লিমিটেড, পিপলস লিজিং ফাইন্যান্স, জাহিন স্পিনিং জেমিনি সি ফুডস, প্রগতি ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও স্ট্যান্ডার্ড সিরামিকস।
অন্যদিকে দর হারানোয় শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো-মেঘনা সিমেন্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড, কে এন্ড কিউ, সিএম সি কামাল, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, রূপালি ইন্স্যুরেন্স, সায়হাম কটন ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।