‘বি’ ক্যাটাগরির জেমিনি সি ফুডের দাম বেড়েছে ১৭.২৫%
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/01/photo-1438419592.jpg)
খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুডের শেয়ারের দাম ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বেড়েছে ১৭ দশমিক ২৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির এ শেয়ারের দাম গত বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৯৩ টাকা ৭০ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত সপ্তাহে জেমিনি সি ফুডের শেয়ারের দাম বেড়েছে ৪৫ টাকা। এক মাসে এর সর্বনিম্ন দাম ২৪৬ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ২৯৩ টাকা ৭০ পয়সা। দুই বছরের মধ্যে সর্বনিম্ন দাম ১১৮ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ২৯৩ টাকা ৭০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৩০ দশমিক ৬৬।
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাড়ে সাত শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৯ পয়সা ও শেয়ারপ্রতি দায় ৪ টাকা ৩১ পয়সা।
১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির বর্তমানে পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে এক কোটি ৫৭ লাখ টাকা।