রেকর্ড ডেটের পর মেঘনা লাইফের দাম সমন্বয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/02/photo-1438511203.jpg)
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার বেশি দাম হারানো কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এর দাম কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ বা ১৩ টাকা ৮০ পয়সা। মূলত রেকর্ড ডেটের পর আজ লেনদেনে এর দাম সমন্বয় হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ এ শেয়ারের দাম ৬০ টাকা ৩০ পয়সা থেকে ৬৪ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৬০ টাকা ৮০ পয়সা, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৬২ টাকা ৬০ পয়সা। আজ ১১৫ বারে কোম্পানিটির এক লাখ দুই হাজার ৩০৬টি শেয়ারের লেনদেন হয়েছে।
ডিএসইতে গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ৬০ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৭৬ টাকা ৭০ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৩ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। ২৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি অডিটরিয়ামে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ১৮ দশমিক ২৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৯ দশমিক ৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪২ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার রয়েছে।