বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
যশোরের বেনাপোল বন্দর দিয়ে আজ রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোলে সড়কের ওপর গাছ পড়ে থাকায় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার মাহাবুব হাসান জানান, ভারতের পেট্রাপোল বন্দরের সংযোগ সড়কের ওপর গতকাল শনিবার রাতে দুটি গাছ ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। সড়ক বিচ্ছিন্ন থাকার কারণে সকাল থেকে পণ্যবাহী কোনো ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি এবং বেনাপোল থেকেও রপ্তানিপণ্য নিয়ে কোনো ট্রাক ভারতে প্রবেশ করেনি।
আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক, যার অধিকাংশেই বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের কাচামাল রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।