বিচ হ্যাচারির দাম বাড়ার কারণ নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/04/photo-1438673176.jpg)
খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের সাম্প্রতিক সময়ের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই। এ শেয়ারের দামে উল্লম্ফন হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানির কাছে এর কারণ জানতে চেয়ে চিঠি দেয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময়ে শেয়ারটির দাম বাড়ায় সংবেদনশীল কোনো কারণ নেই।
ডিএসইতে গতকাল সোমবার এ শেয়ারের দাম আগের দিনের চেয়ে এক টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়ায় ১৯ টাকা ৮০ পয়সায়। আজ এখন পর্যন্ত এর দাম ২১ টাকা থেকে ২১ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করছে।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ১৭ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ১৯ টাকা ৮০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৫ টাকা ৩১ পয়সা।
সর্বশেষ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।