ডিএসইতে লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়াল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/04/photo-1438681263.jpg)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন হয়েছে ৯২৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এটি ৪০ কার্যদিবসে এ স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ লেনদেন। তবে বিনিয়োগ পুনর্বিন্যাস ও মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকায় সূচক তেমন বাড়েনি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। তবে সূচকের বড় অগ্রগতি হয়নি।
বাজার-সংশ্লিষ্টদের মতে, কয়েক দিন ধরে প্রাতিষ্ঠানিকসহ সব শ্রেণির বিনিয়োগকারী শেয়ারবাজারে লেনদেনে সক্রিয় হয়েছেন। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে বর্তমানে দীর্ঘ সময়ের পরিবর্তে স্বল্প মেয়াদে বিনিয়োগের ঝোঁক সৃষ্টি হয়েছে। বিভিন্ন কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে। পাশাপাশি লভ্যাংশ ঘোষণাও আসছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ পুনর্বিন্যাসের প্রবণতা দেখা গেছে। কিছু কোম্পানি ঘিরে লেনদেনে আগ্রহ সৃষ্টি হয়েছে বলে বাজার-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে আজ লেনদেন বাড়লেও সূচকের তেমন অগ্রগতি হয়নি।
ডিএসইতে আজ মোট ৩২৩টি কোম্পানির ২৬ কোটি ৫০ লাখ ৫৩ হাজার ৯৬২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৯২৮ কোটি ২৭ লাখ পাঁচ হাজার টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১১৬ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৯.২৬ পয়েন্ট বেড়ে ৪৮৭১.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৩.২৫ পয়েন্ট বেড়ে ১৯০৪.৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪.৭৯ পয়েন্ট বেড়ে ১২০৭.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৭০ কোটি ১১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে আট কোটি ৪৯ লাখ ৫৬ হাজার টাকা। লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত ছিল ৪১টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড এয়ারওয়েজ, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম স্টিলস, স্কয়ার ফার্মা, ফ্যামিলিটেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও শাহজিবাজার।
ডিএসইতে দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : প্রিমিয়ার সিমেন্ট, বিচ হ্যাচারি, লিবরা ইনফিউশন, মুন্নু স্টাফলার, ড্যাফোডিল কম্পিউটার্স, ইউনাইটেড এয়ারওয়েজ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সপ্তম আইসিবি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও নর্দার্ন ইন্স্যুরেন্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার ব্যাংক, তাল্লু স্পিন, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও এএফসি অ্যাগ্রো।