সূচক বাড়লেও লেনদেন কমেছে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/26/photo-1440583904.jpg)
দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবার সব ধরনের মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। তিন কার্যদিবস পর সূচক বেড়েছে। খাতভিত্তিক তেমন উন্নতি আজও ছিল না।
বাজারসংশ্লিষ্টদের মতে, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা লেনদেনে সতর্কতা অবলম্বন করায় শেয়ারবাজারের লেনদেন ও সূচকের উন্নতি হচ্ছে না। খাতভিত্তিক বিনিয়োগের চেয়ে বাছাইকৃত কোম্পানির প্রতি ঝোঁক সৃষ্টি হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ ৩১৯টি কোম্পানির ১০ কোটি ৯৯ লাখ ২৯ হাজার ২৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৩১ কোটি ৭৫ লাখ ৪১ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২৪ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ৫৯টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১২.৭২ পয়েন্ট বেড়ে ৪৮০৫.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে ১৮৩৭.৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১১৮৩.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৭ কোটি ৩৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন কমেছে চার কোটি ৮০ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৮৪টির ও অপরিবর্তিত ছিল ৪০টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, আলহাজ টেক্সটাইল, ইফাদ অটোস, অ্যাপেক্স ট্যানারি, ফার কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা ও ন্যাশনাল ফিড মিলস।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : বিডি অটোকারস, মডার্ন ডায়িং, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, সাভার রিফ্র্যাক্টরিজ, জিল বাংলা, ডেল্টা ব্র্যাক হাউজিং, জেমিনি সি ফুড, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিলস ও হাক্কানী পাল্প।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সাফকো স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি ফান্ড, বিডি ওয়েল্ডিং ও রংপুর ডেইরি।