মেঘনা লাইফের বোনাস শেয়ার বিও হিসাবে জমা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/06/photo-1441524681.jpg)
বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। আজ রোববার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৩ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। এর আগের হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস দেওয়া হয়।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল লেনদেন শেষে এ শেয়ারের দাম দাঁড়ায় ৫৪ টাকা ৮০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ৫৪ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ৬৩ টাকা ৬০ পয়সা।
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি ৪১ লাখ টাকা। মোট শেয়ার তিন কোটি চার লাখ পাঁচ হাজার ৩৬৪টি; এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ১৮ দশমিক ২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৩ দশমিক ৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪৭ দশমিক ৮৬ শতাংশ শেয়ার রয়েছে।