আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে ১০ দিন
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ১৯-২৮ অক্টোবর আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৯ অক্টোবর থেকে পুনরায় বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল রোববার হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা।