এক বছরে দেশে ৯৭ হাজার টন মাছ আমদানি
বাংলাদেশে মাছের চাহিদা পূরণে ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৯৭ হাজার ৩৮৪ টন মাছ আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। যার মূল্য প্রায় ৩০৪ কোটি টাকা।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের অষ্টম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির স্বাদু পানির ও সামুদ্রিক মাছ আমদানি করা হয়। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে চাহিদা পূরণের লক্ষ্যে প্রায় ৩০৪ কোটি টাকা মূল্যের প্রায় ৯৭ হাজার ৩৮৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়।
অপর এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে জনপ্রতি মাছের বার্ষিক চাহিদা ২১ দশমিক ৯ কেজি এবং জনপ্রতি বার্ষিক মাছ গ্রহণ করা হয় ১৯ দশমিক ৩০ কেজি। দৈনিক জনপ্রতি ৬০ গ্রাম হারে ২০১৫-১৬ অর্থবছরে সমগ্র দেশে মাছের মোট চাহিদা ৪০ লাখ ৫৫ হাজার টন। উৎপাদন প্রক্ষেপণ ধরা হয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার টন। সরকারের মৎস্যবান্ধব কার্যক্রম পরিচালনা এবং চাষি ও উদ্যোক্তা পর্যায়ে চাহিদাভিত্তিক কারিগরি পরিষেবা প্রদানের ফলে ২০১৩-১৪ অর্থবছরে মৎস্য উৎপাদন হয়েছে ৩৫ দশমিক ৪৮ লাখ মেট্রিক টন। সরকারের সময়োপযোগী পদক্ষেপে ২০১৫-১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
ছায়েদুল হক জানান, এ খাতের প্রবৃদ্ধির ক্রমধারা অব্যাহত থাকলে আগামী ২০২০-২১ সালের মধ্যে দেশে মৎস্য উৎপাদন ৪৫ লাখ ৫২ হাজার মেট্রিক টন অর্জিত হবে।
মন্ত্রী জানান, বিগত ১০ বছরে গরু-মহিষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ। ২০০৫-০৬ অর্থবছরে গরু ও মহিষের সংখ্যা ছিল দুই কোটি ৩৯ লাখ ৬০ হাজার। ২০১৪-১৫ অর্থবছরে এই সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫১ লাখ। বিগত ১০ বছরে দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২০৭ শতাংশ। ২০০৫-০৬ অর্থবছরে দেশের দুধ উৎপাদন হয়েছে ২২ লাখ ৭০ হাজার মেট্রিক টন। ২০১৪-১৫ অর্থবছরে দেশে দুধ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৭০ হাজার মেট্রিক টন।