কনটেইনার হ্যান্ডেলে রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরে ২০১৫ সালে ২০ লাখ টিইইউ (টুয়েন্টি-ফিট ইকোয়াভেলেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং করার রেকর্ড সৃষ্টি হয়েছে। বর্তমান ২০১৬ সালে কনটেইনার হ্যান্ডলিংয়ের এই লক্ষ্যমাত্রা অর্জনের কথা ছিল। কিন্তু এক বছর আগেই এ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার রাজধানীর এক অভিজাত হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানেই নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ তথ্য তুলে ধরেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নৌমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়। তখন বন্দরের সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক একযোগে কাজ শুরু করে। চট্টগ্রাম বন্দরের অগ্রযাত্রা শুরু হয়। চট্টগ্রাম বন্দর তখন থেকে নিজ আয়ে পরিচালিত একটি সফল সংস্থা।
‘বিগত ২০ বছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের গড় প্রবৃদ্ধি ছিল ১১ শতাংশ। গত তিন বছরে সাত লাখ টিইইউ কনটেইনার হান্ডলিং বৃদ্ধি পায়।’
শাজাহান খান বলেন, এ বর্ধিত পরিমাণ কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণক্ষমতা ৩০ হাজার টিইইউ থেকে প্রায় ৪০ হাজার টিইইউতে উন্নীত করা হয়েছে। সর্বাধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সুষ্ঠুভাবে কনটেইনার হ্যান্ডলিং করার জন্য কম্পিউটারাইজড কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) প্রবর্তন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য এম এ লতিফ, সংসদ সদস্য মমতাজ বেগম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহম্মেদ প্রমুখ।