দাঁতন রপ্তানিতে যাচ্ছে সৌদি, ছাঁটাই করবে বিদেশিদের
বিশ্ববাজারে তেলের দরপতন অব্যাহত রয়েছে। এ কারণে তেলের ওপর থেকে নির্ভরতা কমাতে অন্যান্য জাতীয় পণ্যের দিকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। এবার রপ্তানির উদ্দেশ্যে মিসওয়াক বা দাঁতনের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। তবে এ খাতে শুধু সৌদিরা কাজ করতে পারবে।
স্থানীয় সময় সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দাঁতনের ধর্মীয় গুরুত্ব থাকায় পণ্যটি রপ্তানির পরিকল্পনা করছে সৌদি সরকার। এ জন্য জাতীয় পর্যায়ে এর উৎপাদন ও বিক্রি বাড়ানো হবে।
রোববার সৌদির মানবসম্পদ তহবিলের মহাপরিচলক ইব্রাহিম আল-মুয়াইকিল বলেন, ‘সরকারের পরিকল্পনা অনুযায়ী দাঁতনশিল্পে বিদেশি কর্মীদের পরিবর্তে সৌদিদের নিয়োগ করা হবে।’
সৌদি সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আল-মুয়াইকিল বলেন, জাতীয় পর্যায়ে দাঁতন উৎপাদন ও বিক্রি বাড়াতে দেশটির শ্রম মন্ত্রণালয় কাজ করবে।
প্রতিবেদনে বলা হয়, প্রথম দিকে মক্কার মসজিদ এলাকায় দাঁতন বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হবে। এই লক্ষ্য পূরণ হলে দেশব্যাপী এর বিক্রি বাড়ানো হবে।
দাঁতন বিক্রি থেকে সৌদি সরকার বড় অঙ্কের অর্থ আয় করতে পারবে এবং এ খাতে কর্মসংস্থানও সৃষ্টি হবে বলে মনে করেন আল-মুয়াইকিল। তিনি বলেন, এ ক্ষেত্রে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। জাতীয় পর্যায়ে লক্ষ্য পূরণ হলে পরবর্তী সময়ে রপ্তানিও করা যাবে।
সৌদি আরবের ‘আরাক’ বা ‘সালভাদরা পারসিকা’ গাছের ডালের দাঁতনের ধর্মীয় গুরুত্ব রয়েছে।
বর্তমানে দেশটির দাঁতন উৎপাদন, বিক্রি ও বিপণনে শুধু বিদেশি শ্রমিকরা কাজ করছেন। তবে দেশটির সরকার চাইছে, বিদেশিদের সরিয়ে এ খাতে সৌদিদের যুক্ত করতে। এতে দেশের অর্থ দেশেই থাকবে।
আল-মুয়াইকিল বলেন, দাঁতন খাতকে উন্নয়ন করা হবে। পণ্যটি পরিবেশন, মোড়ক ও পরিবহনের ক্ষেত্রে মানোন্নয়ন করা হবে। আর এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পণ্যও গুরুত্ব পাবে।