বাংলাদেশ-ভারতে জাহাজ চলাচল শুরু
কোস্টাল শিপ চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। চট্টগ্রামে তৈরি হারবার-১ জাহাজটি খালি কন্টেইনার নিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর কৃষ্ণাপাটনামের উদ্দেশে রওনা দিয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি-১ এলাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের মধ্যে জাহাজ চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
অনুষ্ঠানে পণ্যবাহী জাহাজ নিপা পরিবহনের স্বত্বাধিকারী মাদারীপুর-১ আসনের সাংসদ নুর-ই আলম চৌধুরী, নৌপরিবহন সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ, ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রাকেশ রমণ বক্তব্য দেন।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, প্রায় দেড়শ খালি কন্টেইনার নিয়ে নিপা পরিবহনের এমভি হারভার-১ ভারতের কৃষ্ণাপাটনাম বন্দরের উদ্দেশে রওনা হয়। ফিরতি পথে ভারত থেকে তুলা, টেক্সটাইলসহ কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্য উপকূলীয় জাহাজ চলাচলে চুক্তি হয়।