সামিট পূর্বাঞ্চলের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ারের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৭ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট ৫ এপ্রিল।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে পাঁচ টাকা ২৩ পয়সা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ৩২ টাকা ২২ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই হিসাব বছরে এর কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয় ৭২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় ৪ টাকা ৭৮ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২৯ টাকা ৪৮ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৫৫ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৫৮ টাকা ৮০ পয়সা।
কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। বর্তমানে এর অনুমোদিত মূলধন ৪২০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৫১ কোটি ৯৮ লাখ টাকা।
কোম্পানিটির মোট ১৫ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৭০৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭১ দশমিক ৭৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী ৮ দশমিক ৪১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৯ দশমিক ৮২ শতাংশ।